ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিন দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল থেকে তারা কাজে যোগ দিবেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে গতকাল সকাল থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদণ্ডস্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে সংকটে পড়ে চিকিৎসা সেবা।

পরে বিকেল ৪টার দিকে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন।

এমন ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভূত উল্লেখ করে এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন ইন্টার্নরা। এদিকে এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত