ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় এএইউবির সাফল্য

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় এএইউবির সাফল্য

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশে (এএইউবি)-এর ‘দল আবাবিল’ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ৫ থেকে ৯ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত ২০তম আন্তর্জাতিক ক্যানস্যাট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগীতায় বিশ্বের ৪০টি চূড়ান্ত দলের মধ্যে ১৬তম স্থান অর্জন করে। এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার ‘দল আবাবিল’-কে তাদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান বিশ্বের অন্যতম সম্মানজনক ক্যানস্যাট প্রতিযোগীতা আগামী দিনের মহাকাশ প্রকৌশলীদের জন্য এক উৎকৃষ্ট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগীতায় উপগ্রহের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগি একটি ক্যানস্যাট সিস্টেম ডিজাইন, তৈরি ও উৎক্ষেপণের জন্য আহ্বান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত