ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

করোনায় সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি

জানালেন চসিক মেয়র
করোনায় সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট।

গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ মোড় ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের তুলনায় বেশি সংক্রামক। এর মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ। উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, এনামুল হক, যুব উপ-প্রধান মোজাহিদুল ইসলাম রানা ও দুর্যোগ বিভাগের প্রধান রাকিবুল ইসলাম। কর্মসূচিতে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবক। তারা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন। আয়োজকেরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত