ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে ধারণ করে শুরু হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় পর্যায়ের আয়োজন। আগামী ২০ জুন পর্যন্ত এ বিজ্ঞান সপ্তাহের আয়োজনে অংশ নিচ্ছে সারা দেশের অনেক ছাত্র-ছাত্রী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবনে বসছে খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা। এ উপলক্ষে সারা দেশ থেকে বৈজ্ঞানিক উদ্ভাবন, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সারা দেশের সহস্রাধিক অতিথির আগমন ঘটবে এ আয়োজনে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আওতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর দেশব্যাপী তিনটি ধাপে বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত