ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এতিম শিশুরা পেল উপহারসামগ্রী

আহ্ছানিয়া সাপোর্ট ফোরাম
এতিম শিশুরা পেল উপহারসামগ্রী

সম্প্রতি আহ্ছানিয়া দুস্থ নারী ও পরিত্যক্ত শিশু কেন্দ্র ‘কানন’-এর এতিম ও অসহায় শিশুরা ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পেয়েছে। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- মেয়ে শিশুদের জন্য মেকআপ বক্স, চেইন, ব্রেসলেট, মেহেদি, নেইলপলিশ, চুলের ব্যান্ড, চশমা ও ঘড়ি। ছেলে শিশুদের জন্য রয়েছে খেলনা, পোশাক, চশমা ও ঘড়ি। আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামণ্ডএর আর্থিক সহযোগিতায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এই এতিম শিশুদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রাইটস অ্যান্ড গভার্নেন্স সেক্টরের টিম লিডার শেখ মহব্বত হোসেন ও আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সিনিয়র এডমিন অফিসার মো. মোখলেছুজ্জামান। এসময় আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সিনিয়র এডমিন অফিসার মো. মোখলেছুজ্জামান বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের বহুমাত্রিক মানব হিতৈষী কর্মকাণ্ডে জনগণেরর স্বতস্ফূর্ত অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে ২০১০ সালে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। এই ফোরাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এসব অসহায় এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপনে শরীক হওয়া। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। উপহারসামগ্রী পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত হয়। কাননের পক্ষ থেকে ঢাকা আহ্ছানিয়া মিশনের রাইটস অ্যান্ড গভার্নেন্স সেক্টরর টিম লিডার শেখ মহব্বত হোসেন সাপোর্ট ফোরামকে ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের সহযোগিতা আমাদের শিশুদের মানবিক বিকাশে সহযোগিতা করবে। উল্লেখ্য, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামে এপর্যন্ত ৩৮৪ জন সদস্য সংযুক্ত হয়েছেন। সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে পরিচালিত ফোরামটি ভিক্ষুক পুনর্বাসন, দুস্থ নারী ও পরিত্যাক্ত শিশুদের কল্যাণমূলক কার্যক্রম, ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ও বেকার কিশোর-কিশোরীদের কারিগরি শিক্ষা প্রদানের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত