ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বুয়েট উপাচার্য

বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বুয়েট উপাচার্য

বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর ১৬তম কাউন্সিল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামানকে ফেলো নির্বাচিত করা হয়েছে। প্রকৌশলবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান এবং দেশ ও দেশের বাইরে প্রকৌশল ও বৈজ্ঞানিক মেধার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ডিসটিংগুইশড অধ্যাপক বদরুজ্জামান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আর্সেনিক দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির গুণগত মান মডেলিং, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি, ভারী ধাতু স্পিসিয়েশন, পরিবহন ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। তিনি ২০১২ সালে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ এবং প্রতিরোধের মডেলের ওপর বিশেষ অবদানের জন্য প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কার পান। ২০১৯ সালে অর্জন করেন মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটির দেওয়া আইটেক্স গোল্ড মেডেল। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত