কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গতকাল বিকেলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- উপজেলার দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসুফ আলী, সবজিকান্দির নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।