ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবি ক্যাম্পাসে মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী শুরু

ঢাবি ক্যাম্পাসে মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী গতকাল মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশন এবং মালয়েশিয়ার পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার টেলি কমিউনিকেশন কোম্পানি ইডটকো-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত