ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে’

এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে’

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে গত রোববার ‘ফ্রেশার্স ডে’, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে। এতে আরও জানানো হয়, রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি-এর ১১টি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আর্কিটেকচার বিভাগে মোট ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হন, যাদের মধ্যে ১৭৩ জন সামরিক বাহিনীর সদস্য। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর এক প্রেজেন্টেশন ও প্রামাণ্য চিত্রের মাধ্যমে এমআইএসটির একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত