ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর

কোস্ট গার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর

বরগুনার পাথরঘাটায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনা ও যানবাহনে হামলা এবং সদস্যদের অবরুদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতকারীরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা অফিসে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি অভিযান পরিচালনা করে। এতে বরগুনার পাথরঘাটা থানার অন্তর্গত এলাকায় ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয় এবং সেগুলো থেকে ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় ২৪ জন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ স্থানীয় গরিব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। কিন্তু অভিযানের পর একইদিন রাত ৯টার দিকে আনুমানিক ৩০০ জন স্থানীয় দুষ্কৃতকারী কোস্ট গার্ডের স্থাপনায় হামলা চালায় এবং কোস্ট গার্ড সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এ সময় হামলাকারীরা কোস্ট গার্ডের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং একটি কাঠের টহল বোট নদীতে ডুবিয়ে দেয়। পরে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোস্ট গার্ড জানায়, আটক জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রলিং বোট ব্যবহার করে অগভীর পানিতে কাঁদা নিংড়ে মাছের পোনা নিধন করে আসছিল, যা সামুদ্রিক মৎস্যসম্পদের জন্য ভয়াবহ হুমকি।

এর ফলে সাগরে মাছ বড় হওয়ার সুযোগ হারাচ্ছে এবং প্রতিবছর কোটি কোটি পোনা ধ্বংস হচ্ছে। এই ধ্বংসাত্মক পদ্ধতিতে অগভীর পানির পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে, যা ডিম ছাড়ার প্রক্রিয়া ও প্রজননকে ব্যাহত করছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত