রাজশাহী শহর রক্ষা প্রকেল্পর আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরীর টি-গ্রোয়েন ও আই-বাঁধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী ও রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে এই অভিযান পরিচলনা করা হয়। এ সময় মোট ৮টি দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুহুরায়রাসহ রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলিম, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে।