ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে নিজস্ব অর্থায়নে মাঠপর্যায়ে কর্মরত মশককর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে। এই প্রশিক্ষণের লক্ষ্য হলো ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। মশককর্মীদের জন্য দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে উপযুক্ত কীটনাশক মাত্রা, প্রয়োগ পদ্ধতি, সঠিক স্থান ও সময়ে কীটনাশক প্রয়োগকরণ এবং এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংসকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচ শেষ হয়েছে। গত মঙ্গলবার মশককর্মী প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্যে বলেন, মশক সুপারভাইজার ও মশককর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এডিস মশার সব প্রজনন স্থল ধ্বংসকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করা সম্ভব হবে, যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি