বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে বিএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা সনদ প্রদান ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে ৩৩ হাজার ৫৯৩ ব্যাগ রক্ত বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদভাবে সংগ্রহ করা হয়। ওই বছরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা ছিল ৩৭৯ জন, অন্যরা ছিলেন রোগীর আত্মীয়-স্বজন। এসব রক্ত যথাযথভাবে স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করে উক্ত রক্তে ১১৬ জনের হেপাটাইটিস বি, ৭ জনের হেপাটাইটিস সি ৬ জনের এইচআইভি এবং ৪৩ জনের সিফিলিস পাওয়া যায়। যে সব রক্তে হেপাটাইটিস বিসি এইচআইভি ও সিফিলিস পাওয়া যায় তা ফেলে দিয়ে বাকি নিরাপদ রক্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি