পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান ও সমাজের সেতুবন্ধন: জাতীয় উন্নয়নে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার সেবা ও সমাধান’ শীর্ষক একটি সেমিনার গতকাল বুধবার ঢাকার শাহবাগস্থ পরমাণু শক্তি কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. কামরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরমাণু শক্তি কেন্দ্র ঢাকার প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (পরিকল্পনা) ড. শামশাদ বেগম কোরাইশী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বস্তু বিজ্ঞান বিভাগের প্রধান ড. প্রকৌশলী শেখ মনজুরা হক এবং সভাপতিত্ব করেন ড. শামশাদ বেগম কোরাইশী। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি