ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ও ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারীবিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারি করা এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে কর্মসূচিতে সচিবালয় ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নেন। এ সময় ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে; যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ারও দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত