ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে শিক্ষকপ্রতি দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি। আগ্রহী শিক্ষকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির তথ্যমতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য অনলাইনে গবেষণা প্রকল্প প্রস্তাব জমার বিষয়টি উন্মুক্ত। তবে প্রভাষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক ইউজিসির অর্থায়নে কোনো গবেষণা কাজে যুক্ত থাকলে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। নতুন করে আবেদনকারী গবেষকরা একাধিক ক্যাটাগরিত গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন না। তবে তিনি গবেষণা প্রস্তাবের প্রধান না হলে অন্য প্রধান গবেষকের প্রস্তাবে গবেষণা সহযোগী হতে বাধা নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত