ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাড্ডায় গৃহবধূর লাশ উদ্ধার

বাড্ডায় গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মৌমিতা আক্তার মৌ (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা এ তথ্য জানান। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই বলেন, স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী নিজ কক্ষে কাঠের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে শান্তিবাগের বিএনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত