রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজের ৯ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী। এ নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশ বলছে, ওই দুই কিশোরীকে উদ্ধারে মাঠে কাজ করছেন তারা। এদিকে দুই কিশোরীকে উদ্ধার, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকসহ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সচেতন নাগরিক সমাজ। গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন বক্তব্য দেন রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোকছেদ বাহলুল, অ্যাডভোকেট মাহে আলম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির কোষাধ্যক্ষ শমসে আরা বিলকিস, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারী রিজু প্রমুখ। বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের পুনবার্সন কেন্দ্রে নিবাসী শিশুদের শারীরিক-মানসিক ও যৌন নির্যাতন করা হচ্ছে। তারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছে। পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই মেয়ে উদ্ধার হওয়ার পর তারা সাংবাদিকদের কাছে পুনর্বাসন কেন্দ্রের ভয়াবহ নির্যাতনের তথ্য তুলে ধরেছিল। তারা জীবন বাঁচাতে পুনর্বাসন কেন্দ্র থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে সমাজসেবা কর্মকর্তা পুলিশের সহযোগিতায় সেই কিশোরীদের আদালতের মাধ্যমে আবারও পুনবার্সন কেন্দ্রে নিয়ে গেছে। এতে করে উদ্ধার হওয়া সেই কিশোরীদের ওপর সমাজসেবা কর্মকর্তারা নির্যাতন করতে পারে বলে শঙ্কা রয়েছে।