ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীদের একটি অংশ। দুপুর সোয়া ১২টার দিকে তারা সেখানে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, করোনা ও ডেঙ্গু সংক্রমণের বর্তমান পরিস্থিতি পরীক্ষার্থীদের জন্য অনিরাপদ ও উদ্বেগজনক। অনেকেই এরইমধ্যে পরিবারসহ আক্রান্ত হয়েছে, ফলে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারছে না অনেক শিক্ষার্থী।

তাদের তিন দফা দাবি হলো- আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া, গত কয়েক মাসে লোডশেডিং, ডেঙ্গু, বন্যা ও আন্দোলনের কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দুই থেকে তিন মাস সময় দেওয়া, পরীক্ষা পদ্ধতিতে নমনীয়তা এনে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে যৌক্তিকভাবে পাসের সুযোগ রাখা এবং বোর্ডের জারি করা ৩৩ দফা নির্দেশনা বাতিল করা। শিক্ষার্থীরা বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও বন্যা পরিস্থিতি চলছে। সঙ্গে ডেঙ্গুর প্রকোপ ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ তাদের জীবন ও প্রস্তুতি দুটিকেই অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাই তারা চায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা পেছানো হোক এবং সবদিক বিবেচনায় একটি বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হোক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত