ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাবিতে ১৩ দেশের গবেষক-স্কলার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

রাবিতে ১৩ দেশের গবেষক-স্কলার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের উদ্যোগে আজ ও আগামীকাল দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের ১৩টি দেশের গবেষক ও স্কলাররা উপস্থিত থাকবেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন অংশগ্রহণ করবেন।

এতে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। আগত বক্তারা এখানে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও সংস্কৃত ভাষায় বক্তব্য পেশ করবেন।’ দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথির বক্তব্য দেবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত