বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে গতকাল এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ। কর্মশালার মূল প্রবদ্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এসএম কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি