ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবিতে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

ঢাবিতে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির মেরিন সায়েন্স অ্যান্ড মডেলিং ল্যাবরেটরির যৌথ উদ্যোগে ‘GNSS Buoy and Surface Wave Measurement’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার ভূতত্ত্ব বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের ভারপ্রাপ্ত পরিচালক ড. কেএম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আবু হেনা মুহাম্মদ ইউছুফ বক্তব্য রাখেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত