ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে তিন দুষ্কৃতকারী আটক

সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে তিন দুষ্কৃতকারী আটক

চট্টগ্রামের সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তিনজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। গত বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কুমিরা ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ৭টি সিসা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্রসহ তিনজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত দুষ্কৃতকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত