
মিডল্যান্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় দেশের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। ব্যাংক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন ফান্ড হতে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করে। ০৪.১২.২০২৫ তারিখে ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আন্জুমান মফিদুল ইসলামণ্ডএর সম্মানিত ট্রাস্টি ও সহ-সভাপতি মোহাম্মদ আজিম বকস এবং আলহাজ্ব মোহাম্মদ আসলামের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি