
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল রোববার সকালে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিন, শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামানায় সেখানে দোয়া মোনাজাত করা হয়। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদেও বাদ জোহর শহিদদের আত্মার মাগফেরাত কামানায় দোয়া-মোনাজাত করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি