
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে । কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে আয়োজিত এই মহড়ার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমানসহ সব বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহ্জাহান সিরাজের নেতৃত্বে মহড়ায় অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিস টিমের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি