ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পথশিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সেবা প্রদানকারীদের সভা

পথশিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সেবা প্রদানকারীদের সভা

গতকাল বৃহস্পতিবার, ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের ডিআইসি ও নাইট শেল্টার প্রকল্পের আয়োজনে মিশনের প্রধান কার্যালয়ে ‘ন্যাশন্যাল লানিংস শেয়ারিং মিটিং’ শীর্ষক সভার আয়োজন করা হয়। পথশিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফিরোজ উদ্দিন খলিফা।

সভায় উদ্দেশ্য ও ফলাফলের আলোকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এডুকেশন এন্ড টিভিইটি সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিরুজ্জামান। পথশিশুদের কার্যক্রমের অগ্রগতি, শিখন ও সম্ভাবনা উপস্থাপনা করেন ডাম শিক্ষা সেক্টরের কোআরডিনেটর এমএন্ডই শেখ শফিকুর রহমান। প্রেজেনটেশনের পরে মুক্ত আলোচনা করা হয়, যেখানে সরকারি-বেসরকারি প্রতিনিধিবৃন্দ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। মুক্ত আলোচনায় পথশিশু ও কর্মজীবী শিশুরা তাদের সমস্যা, প্রতিবন্ধকতা ও চাওয়া তুলে ধরে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত