ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদাবাজির অভিযোগে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার তিন

চাঁদাবাজির অভিযোগে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার তিন

অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানার গড়ান চটবাড়ি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ ওরফে সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল ওরফে বাপ্পি ওরফে সুটার বাপ্পি (৪৫)।

গতকাল শুক্রবার র‌্যাব-৪-এর উপ-পরিচালক ও গণমাধ্যম শাখার কর্মকর্তা মেজর আবরার ফয়সাল সাদির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী থানার গড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ফাইজুর, শাকির ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পল্লবীর লালমাটি উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করে। এর আগে গত ২৯ ডিসেম্বর একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ আরেক শীর্ষ সন্ত্রাসী মো. সজীব ইসলাম ওরফে ভাগিনা সজীবকে (২২) র‌্যাব-৪-এর একটি দল আটক করে। র‌্যাব কর্মকর্তা আবরার ফয়সাল প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পল্লবী এলাকায় থাকেন এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত