ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে অংশ নেবে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

নির্বাচনে অংশ নেবে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তার দলের পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা দেওয়া হবে না। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এমএ আউয়াল বলেন, ‘আমাদের দল ইসলামী গণতান্ত্রিক পার্টির যারা মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত থাকছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও সরকার কোনোভাবে সমান মাঠ তৈরি করতে পারেনি।’

তিনি দাবি করেন, ‘আমার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১। এই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর ত্রাসের কারণে আমার অনুসারীরা কার্যক্রমই শুরু করতে পারেনি। পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনবিধি ভঙ্গ করে কুৎসা, ঘৃণা ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত বিষয়, ষড়যন্ত্রমূলক স্বাভাবিক আইনি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রার্থীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।’

তিনি বলেন, ‘নির্বাচনের প্রচারণায় নামার আগে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সুনির্দিষ্ট একটি দলের প্রার্থীরা চরিত্র হননও করছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অনুপস্থিতির কারণে ইসলামী গণতান্ত্রিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’ ইতিহাসে জনগণ এই নির্বাচনের পরিবেশ ও সরকারের ভূমিকাকে নতুনভাবে চিহ্নিত করবে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত