ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বুয়েটে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বুয়েটে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকূল্যে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫ চূড়ান্ত পর্ব গত ১৬ জানুয়ারী বুয়েটের গণিত বিভাগে আয়োজন করা হয়েছে। এর আগে মোট আটটি অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়ানোর মাধ্যমে চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ডীন, পুরকৌশল বিভাগ, বুয়েট স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার ও সদস্য-সচিব, ড. কেএম আরিফুল কবীর। এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চূড়ান্ত পর্বের আহ্বায়ক ও গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন। উল্লেখ্য যে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগিতা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত