
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সহযোগী অধ্যাপক কামরুল হাসান ও ড. সায়কা আহমেদ স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন- অধ্যাপক ড. কাওসারী আখতার। নবীনদের পক্ষে সামিউল হক ও তাসনিম সুলতানা এবং বিদায়ীদের পক্ষে ফাতেমা-তুজ জোহরা কেয়া অনুভূতি ব্যক্ত করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ লক্ষ্যে অবশ্যই তাদের একটি বিদেশি ভাষায় পারদর্শী হতে হবে। সমাজ ও কর্মক্ষেত্রে নিজেদের যথাযথভাবে উপস্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। ছাত্র-ছাত্রীদের আচার-আচরণ ও কথাবার্তায় পরিমিতিবোধ থাকতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি