
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, নিয়মণ্ডকানুন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার উদ্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লক্ষ্য ও মূল্যবোধ তুলে ধরে বলেন- এই বিশ্ববিদ্যালয় দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তারা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি