
আবহাওয়া অধিদপ্তর শীতের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে। গতকাল সোমবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচদিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার রংপুর বিভাগে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। অধিদপ্তরটি আরও জানিয়েছে, আগামী পাঁচদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।