ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গ্রামীণ সড়ক-সেতু নির্মাণে সুকুক বন্ডে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ

গ্রামীণ সড়ক-সেতু নির্মাণে সুকুক বন্ডে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সড়ক ও সেতু নির্মাণের অর্থের জন্য সুকুক বন্ডের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ৭ বছর মেয়াদি ইজারা সুকুকের বার্ষিক ৯ দশমিক ২৫ শতাংশ ভাড়া হারে বন্ড ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সব তথ্য জনা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বন্ডের বিপরীতে শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক শাখা বা উইন্ডোজসহ ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ড ফান্ড মোট ১০ হাজার ৯২৫ কোটি ৪৬ লাখ টাকার বিড দাখিল করেছে। নিলামে ঘোষিত পরিমাণের চেয়ে দাখিলকৃত নিলামের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬৪ গুণ বেশি। সে জন্য নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয়। এরই মধ্যে গত কয়েক বছরে সরকার চারটি সুকুক ইস্যুর মাধ্যমে ১৯ হাজার কোটি টাকা উত্তোলন করেছে। সুকুক ইস্যুর মাধ্যমে সরকার শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের তারল্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করতে পারছে। পাশাপাশি শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বিকল্প ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সুকুকের মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের জন্যও শরিয়াহ্ভিত্তিক ইনস্ট্রুমেন্টে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুকুক বন্ডের মাধ্যমে গ্রামীণ সড়ক অবকাঠোমো ও সেতু নির্মাণে রজন্য ৩ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে। সেখানে বলা হয়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) (সিআইবিআরআর-২) শীর্ষক প্রকল্পের বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে ইস্যুকৃত অন্যান্য সুকুকের মতো আলোচ্য সুকুকটিও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজিকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হচ্ছে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে শরিয়াভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কম্পানির অনুকূলে শতাংশ, কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজের অনুকূলে ১০ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স প্রভৃতি বিনিয়োগকারীদের অনুকূলে ২০ শতাংশ সুকুক বরাদ্দের হার পুনঃনির্ধারণ করা হয়েছে। সব কনভেনশনাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কম্পানি শর্তসাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে ৩টি শ্রেণিতে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে।

নিবাসী ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন। অনিবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে কার্যরত যে কোনো ব্যাংকে তার বা তাদের নামে পরিচালিত অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব অথবা অনিবাসী টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় সকল প্রকার প্রযোজ্য ফি এবং কর কর্তনপূর্বক প্রত্যাবাসনযোগ্য। জানা গেছে, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অর্থের জন্য ৭ বছর মেয়াদি সুকুক বন্ড ইস্যুর করেছে সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত