অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৩ জন উপ-মহাব্যবস্থাপক কে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ন্যস্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন সুলতান আহমেদ, মো. হাবিবুর রহমান, বিভাস সাহা। সুলতান আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মো. হাবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জনাব বিভাস সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকরা ১৯৯৫ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ সিনিয়র অফিসার হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন। আইসিবি এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ পদোন্নতিপ্রাপ্ত সবাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।