ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মূলধন কমেছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের

মূলধন কমেছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের

ধারাবাহিকভাবে পতন অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বা বিনিয়োগকারীদের মূলধন কমে প্রায় ৬ হাজার ৮৮১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন বলছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি ১৪ লাখ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৮৮০ কোটি ৭৮ লাখ টাকা বা ১ দশমিক ০৪ শতাংশ। গত সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ।

এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২২ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১০ দশমিক ৫২ পয়েন্ট বা ০ দশমিক ৯৫ শতাংশ। সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩০৮ কোটি ০৩ লাখ টাকা। তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা বা ২ দশমিক ৫৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত