ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

১৬৯ কোটি টাকা ব্যয়

পুনর্নির্মাণ হবে সুনামগঞ্জ হবিগঞ্জের সড়ক

পুনর্নির্মাণ হবে সুনামগঞ্জ হবিগঞ্জের সড়ক

১৬৯ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হবে সুনামগঞ্জ-হবিগঞ্জের সড়ক।

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা। জানা গেছে, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৬টি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। রেসপনসিভ ৬ জন দরদাতার মধ্যে দরপত্র মূল্যায়নের সময় দুইজন ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং মির হাবিবুল আলম অ্যান্ড মাহবুব ব্রাদার্সি প্রাইভেট লিমিটেড ই-জিপি পোর্টালে ডেবর (বঞ্চিত) ছিলি। পরবর্তী সময়ে হাইকোর্ট কর্তৃক ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করেন। এ অবস্থায় ৬ জন দরদাতাকে বিবেচনায় নিয়ে ক্রয় প্রস্তাবটি পুনর্মূল্যায়ন প্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। তার পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত