ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংকে দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংকে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ, জনতা ব্যাংক কেদ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নামাজ ঘরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহী, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আবেদীন সেলিম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ, জনতা ব্যাংক কেদ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান, জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলামসহ সব স্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত