
শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করাসহ সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্রমান্বয়ে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসছে মধুমতি ব্যাংক। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলার শের-ই-বাংলা রোডে গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির ৫৩তম শাখা হিসেবে ‘ঝিনাইদহ শাখা’র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন ও এ মান্নান খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজমের সভাপতিত্বে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি