ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাফা থেকে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

সাফা থেকে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে বেসরকারি ব্যাংকস ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে। ২৭ নভেম্বর ২০২৫ইং তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মেরিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জাফর ছাদেক, এফসিএ সাফার সভাপতি আশফাক ইউসুফ তোলার নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যাঁ বুকোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত