ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এমটিবি ফাউন্ডেশনের ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫’ উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫’ উদযাপন

‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় এ বছরের থিমণ্ড‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’, উদযাপন করেছে। সাভারের সিডিডি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগীরা, গোলাম রাব্বানী ও নাজমুস সাকিব। এ ছাড়া সিডিডি-র নির্বাহী উপদেষ্টা, এএইচএম নোমান খান এবং সিনিয়র কো-অর্ডিনেটর, মইনুল ইসলামসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস বিতরণ। পাশাপাশি, সমাজে তাদের অন্তর্ভুক্তি, সুযোগ-সুবিধা এবং প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা সেশনের মাধ্যমে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হন তা তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত