
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ আর্থিক সাক্ষরতা অনুষ্ঠান আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সম্মানিত নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি