
গতকাল বুধবার সকাল ১০টায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে ব্যাংকটির প্রথম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব, লেজিসলেটিভ ডিভিশন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, পরিচালক মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, পরিচালক মো. কামাল উদ্দিন, সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, পরিচালক মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রনালয়, পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, যুগ্ম-সচিব, অর্থ মন্ত্রণালয় এবং পরিচালক শেখ ফরিদ, যুগ্ম-সচিব, অর্থ মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। পর্ষদের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তারা এবং রেজল্যুশনের আওতাধীন ৫টি ব্যাংকের প্রশাসকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি