ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

স্বর্ণপদক পেল ADN Telecom Ltd

স্বর্ণপদক পেল ADN Telecom Ltd

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ADN Telecom Limited ১২তম ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৪ এ স্বর্ণপদক অর্জন করেছে। গত সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ADN Telecom Limited -এর ব্যবস্থাপনা পরিচালক মি. হেনরি হিলটন এবং কোম্পানি সেক্রেটারি মি. মো. মনির হোসেন, এফসিএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী। দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে ADN Telecom Limited আধুনিক প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক, উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের উন্নত ও সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করে আসছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত