ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের এজেন্টদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের এজেন্টদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে এজেন্ট আউটলেটের এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গতকাল বৃহস্পতিবার। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে এজেন্টদের সাথে ব্যাংকের অপারেশনাল কার্যকমকে নির্বিঘ্ন ও গতিশীল করতে করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক- মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত। এছাড়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মশিউর রহমান উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলে ব্যাংকের সকল এজেন্ট আউটলেটের এজেন্টবৃন্দ এবং ২৪টি শাখার শাখা ব্যবস্থাপকগণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত