
অগ্রণী ব্যাংক পিএলসি. ২০২৪ সালে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য SAFA (South Asian Federation of Accountants) কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট অফ মেরিট অর্জন করেছে। এ উপলক্ষে গত বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএমএবি) কর্তৃক ১৫তম বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করে। অগ্রণী ব্যাংক পিএলসি’র পক্ষে এ সার্টিফিকেট গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি