
বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) ১৫তম বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করায় এ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পায় সোনালী ব্যাংক পিএলসি। গত বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সিইও অ্যান্ড এমডি মো. শওকত আলী খানের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি