১. সুখী জীবন উপহার : নেক আমলকারীরা দুনিয়াতে সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার পাবেন। মহান আল্লাহ বলেন, ‘মোমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদের তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব।’ (সুরা নাহল : ৯৭)।
২. বরকত ও প্রাচুর্য : নেক আমল জীবনে অফুরান শান্তির সৌরভ নিয়ে আসে। অতীতের অনেক সম্প্রদায়কে নেক আমলের কারণে বরকতের দরজা খুলে দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম এবং তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদের কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।’ (সুরা সাফফাত : ১৪৭-১৪৮)।
৩. আল্লাহর সাহায্য ও বিজয় : আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করা, ন্যায় ও সত্যের পথে চলা এবং ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসে। আল্লাহ বলেন, ‘হে মোমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন।’ (সুরা মুহাম্মাদ : ৭)।
৪. মানুষের ভালোবাসা অর্জন : নেক আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়। পৃথিবীতে তার সম্মান খ্যাতি বাড়িয়ে দেন?। কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে আল্লাহতায়ালা অবশ্যই তাদের জন্য (মানুষের অন্তরে) ভালোবাসা তৈরি করে দেন।’ (সুরা মরিয়ম : ৯৬)।
৫. রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা : নেক আমলের পার্থিব একটি বড় পুরস্কার হলো- দুনিয়ার ক্ষমতা অর্জিত হয়। আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের দুনিয়ায় ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’ (সুরা নুর : ৪৫৫)।