প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ আগস্ট, ২০২৫
স্বর্ণ বা রুপার পাত্রে পানি পান করা পুরুষ-নারী সবার জন্য নাজায়েজ। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।
হুজাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদের স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতে, রেশমি কাপড় পরিধান করতে এবং তাতে বসতে নিষেধ করেছেন।’
(বোখারি : ৫৮৩৭; আলইখতিয়ার,
৪/১২৮; আলমুহিতুল বুরহানি, ৮/৪৬)।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্যের প্লেটে খায় বা পান করে, সে মূলত তার পেটে জাহান্নামের আগুনকেই স্থান দেয়।’ (বোখারি : ৫২০৩)।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারী ও পুরুষের জন্য স্বর্ণ-রুপার পাত্র আর পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশমজাত কাপড় ব্যবহার করা হারাম। আর নারীদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ। তবে সোনা-রুপা ও রেশমের
অনধিক চার আঙুল পরিমাণ পাড় ও আঁচল বা অনুরূপ কিছু পুরুষের জন্য বৈধ।’ (মুসলিম, ইফা সংস্করণ, অধ্যায় ৩৮, পোশাক ও সাজসজ্জা : ৫২১৮)।