১. ‘বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম, যা তোমরা করতে।’ (সুরা জুমুআ : ৮)।
২. ‘আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তোমাদের কারও মৃত্যুর সময় আসার আগেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবে : হে আমার রব, তুমি আমাকে আরও কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম।’ (সুরা আল-মুনাফিকুন : ১০)।
৩. ‘অথচ যখন কারও কাজের অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায়, তখন আল্লাহ তাকে আর কোনো অবকাশ মোটেই দেন না। তোমরা যা কিছু কর সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত।’ (সুরা আল-মুনাফিকুন : ১১)।
৪. ‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে, নিঃসন্দেহে তারা এমন একটি ব্যবসায়ের প্রত্যাশী যাতে কোনোক্রমেই ক্ষতি হবে না।’ (সুরা ফাতির ২৯)।
৫. ‘(এ ব্যবসায়ে তাদের নিজেদের সবকিছু নিয়োগ করার কারণ হচ্ছে এই যে, যাতে তাদের প্রতিদান পুরোপুরি আল্লাহ তাদের দিয়ে দেন এবং নিজের অনুগ্রহ থেকে আরও বেশি করে তাদের দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী।’ (সুরা ফাতির : ৩০)।